Monday, April 22, 2024
Homeফুটবলমার্টিনেজের দেশে জামাল ভূঁইয়া

মার্টিনেজের দেশে জামাল ভূঁইয়া

বিমানবন্দের বের হবার গেটটাতে ছলছল চোখে দাঁড়িয়ে জামাল। বাংলাদেশের অধিনায়ক অপেক্ষা করছেন আর্জেন্টাইন তারকা এমিলিয়ানো মার্টিনেজের। একটু যদি দেখা যায়? একটু যদি কথা বলে যেত!

সেই ছবিটা আপনাদের মনে আছে নিশ্চয়ই। নিয়তির কী জাদু। এবার জালাম ভূঁইয়া নিজেই খেলবেন আর্জেন্টাইন ক্লাবের হয়ে।

মাস ছয়েক পর জানা গেল, জামালের আর্জেন্টিনার ক্লাবে যোগ দেওয়ার খবর সত‍্যিই। আর্জেন্টিনার তৃতীয় স্তরের লিগ তোরনেয়ো ফেদারেল ‘এ’-তে খেলা ক্লাবটিতে যোগ দিয়েছেন বাংলাদেশ জাতীয় ফুটবল দলের তারকা এই মিডফিল্ডার।

জামালই দেশের একমাত্র ফুটবলার যিনি আর্জেন্টিনার কোনো ক্লাবের খেলতে যাচ্ছেন।সূত্র থেকে জানা গেছে, সোল ডে মায়োর সাথে দেড় মৌসুমের জন্য মাসিক ১৪ হাজার ডলার বা ১৪ লাখ টাকায় চুক্তি সেরেছেন বাংলাদেশ অধিনায়ক।

সোল দে মাইয়ো তাদের অফিসিয়াল ফেসবুকে ছবি ও বার্তা পোস্ট করে লেখে জামাল ভূঁইয়াকে আর্জেন্টিনাতে স্বাগত জানাই এবং সোল দে মাইয়ো পরিবারের জন্য এটি একটি রোমাঞ্চকর মুহূর্ত। আমরা তার এই দলের সাথে অনেক সাফল্য কামনা করি এবং আশা করি, তার উপস্থিতি ক্লাবের ধারাবাহিক উন্নতি ও সফলতায় অবদান রাখবে। একটি চমৎকার মৌসুম কাটান এবং মাঠে আপনার সমস্ত লক্ষ্য অর্জন করুন।

অবশ্য খানিক বাদেই পোস্টটি সরিয়ে নেয় সোল দে মাইয়ো।

জানা গেছে, আগামী মৌসুমের পুরোটা সময়ই জামালকে পাবে সোল ডে মায়ো। আগামী ২৭ আগস্ট ক্লাবটির হয়ে অভিষেকও হবে তার।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments