Monday, April 22, 2024
Homeক্রিকেটহোম অব ক্রিকেটতিন নাম্বারে ফিরবেন সাকিব?

তিন নাম্বারে ফিরবেন সাকিব?

আরেকটা বিশ্বকাপে সাকিব খেলবেন কোন পজিশনে? গতবারের মত থাকবেন নাম্বার থ্রিতেই? নাকি এবার জায়গাটা ছেড়ে দিবেন শান্তর জন্য। সে নিয়ে জল্পনা কল্পনার শেষ নেই।

 

টেকনিক্যালি দেশের সেরা ক্যাপ্টেনকে আবারও নাম্বার তিন পজিশনে দেখতে আগ্রহী অনেকেই। তবে এবার ভিন্ন চোখে ব্যাপারটা নিয়ে মন্তব্য করলেন সাবেক ক্যাপ্টেন খালেদ মাহমুদ সুজন। তার বিশ্লেষণে সাকিবের অভিজ্ঞতার সর্বোচ্চটুকু ব্যবহার করতে হলে ৪ বা ৫ নম্বর পজিশনে খেলার বিকল্প দেখছেন না তিনি।

সুজন বলেন, “যেহেতু তিনে এখন শান্ত করছে(ব্যাটিং) তাই আমার মনে হয় একটু ম্যাচিউর ব্যাটারের নাম্বার পাঁচ এ থাকাই ভালো। যদিও এটা সাকিবের কল তবুও আমি আমি থিংক করি তিনে শান্ত থাকা ভালো।”

ক্যাপ্টেন কোচের মত উপেক্ষা করে নাম্বার তিনে ব্যাট করে ব্যাটার সাকিব গত বিশ্বকাপে যে পারফরম্যান্স করেছেন তা এখনও প্রত্যেকের চোখে ভাসছে। আর তাই তো এখনো ভক্ত কূল থেকে শুরু করে অনেক ক্রিড়া বিশ্লেষক কিংবা সাবেক ক্রিকেটারের ও চাওয়া সাকিব আবারও ব্যাট করুক রুপকথার গল্প রচনা করা পজিশন নাম্বার তিনে। কিন্তু খালেদ মাহমুদ সুজন মনে করেন নাম্বার তিন পজিশনে দারুণ মানিয়ে নিয়েছেন বর্তমানে নাম্বার তিনে ব্যাট করা নাজমুল হোসেন শান্ত, তাই তাকেই ছেড়ে দেওয়া উচিত এই পজিশন।

পরিসংখ্যান ও কিন্তু কথা বলে শান্তর হয়েই। নাজমুল হোসেন শান্ত গতবছরের মাঝামাঝিতে দলে কামব্যাক করার পর তিন নম্বর পজিশনে ব্যাট করেছেন ১৫ ইনিংসে। ১৫ ইনিংসে ব্যাট করে ৩৫ গড়ে নামের পাশে যোগ করেছেন ৫২৫ রান।

এই সময়ে নাম্বার তিনে ব্যাট করা সর্বোচ্চ রান সংগ্রাহক ব্যাটারদের তালিকায় আছেন পাঁচ নম্বরে। আর টেস্ট খেলুড়ে ব্যাটারদের মাঝে আছেন তিন নম্বরে। টেস্ট খেলুড়ে দলের তিন নম্বরে ব্যাট করা ব্যাটারদের সর্বোচ্চ রানের হিসাব করলে শান্তর সামনে আছেন শুধু বিরাট কোহলি এবং বাবর আজম।

আর তাই তো নাম্বার তিন পজিশনে এলোমেলো করতে নারাজ খালেদ মাহমুদ সুজন। তার চাওয়া সাকিব তার অভিজ্ঞতা কাজে লাগিয়ে ৪,৫ নম্বরে ব্যাটিং করে দলকে ম্যাচ জিতিয়ে তবে নায়কের বেশে মাঠ ছাড়বেন।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments